Robi 10 min School – English Grammar Crash Course
Robi 10 min School – English Grammar Crash Course
Robi 10 min School – English Grammar Crash Course
Robi 10 min School – English Grammar Crash Course . Learn basic English grammar without having to memorize grammar rules. Avoid common mistakes. Become more confident in your English grammar skills today!
সবচেয়ে বেসিক গ্রামার নিয়মগুলোও নিয়েও কিন্তু আমরা অনেকসময় কনফিউজড হয়ে যাই যখন ইংরেজি গ্রামার ঠিক রেখে বাক্য তৈরির চেষ্টা করতে হয় আমাদের। স্কুল জীবনে আমাদের অনেক জটিল গ্রামার নিয়ম শেখানো হয় কিন্তু আমরা যখন বুঝতে পারি যে ইংরেজি গ্রামার আসলেই কীভাবে কাজ করে তখন এই জটিল নিয়মগুলো আমাদের কোন কাজেই আসেনা। আপনিও যদি পুরানো স্কুল জীবনের গ্রামার- এর নিয়মগুলো মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে যান, তাহলে এই কোর্সটি আপনার জন্যই!
গ্রামারের নিয়মগুলো মুখস্থের চেয়ে বাস্তব পরিস্থিতি এর মাধ্যমে ইংরেজি শেখা আরও বেশি কার্যকর। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পাঠ্যক্রম এমনভাবে তৈরি যা আমাদের মধ্যে ইংরেজি গ্রামারের ভয়কে আরও গভীরভাবে গেথে ফেলেছে এবং এর ফলে আমরা ইংরেজিতে ভালো হতে পারি না। এই ভয় পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, চাকরি নিয়োগ, এমনকি আমাদের বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও আমাদের ভালো করায় বাঁধার কারণ হচ্ছে। আপনিও নিশ্চয়ই এই ভয়ের জায়গাটি থেকে কি বেরিয়ে আসতে চান, তাইনা?
এখনই সময় এই ইংরেজি গ্রামার শেখার উপায়টি পরিবর্তন করার! তাই গতানুগতিক গ্রামার শেখার পদ্ধতি থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করার জন্য, টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “English Grammar Crash Course”! এই কোর্স- এ আপনি Noun, Pronoun, Articles, Verbs, Gerunds, Tense- এর মতো গ্রামারের বেসিক বিষয়গুলি থেকে শুরু করে Prepositions, Changing sentences, Modifiers, Connectors ইত্যাদির মতো জটিল বিষয়গুলোও শিখবেন।
আপনার কোর্স ইন্সট্রাক্টর, সাকিব বিন রশিদ, একজন অভিজ্ঞ শিক্ষক যিনি আপনাকে ইংরেজি গ্রামারের বেসিক বিষয়গুলি বুঝতে এবং গ্রামারের কমন ভুলগুলোকে কীভাবে এড়িয়ে চলবেন তা শেখাবেন।
মুখস্থ করে গ্রামার শেখার দিনগুলোকে বিদায় জানাতে এখনই Enroll করুন কোর্সটিতে!
কোর্সটি কাদের জন্য?
- যারা দীর্ঘদিন ধরে ইংরেজি গ্রামার- এর নিয়ম মুখস্থ করে আসছে কিন্তু তারপরও ইংরেজিতে ভালো করতে পারছে না।
- বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার্থী যারা ইংরেজিতে ভালো করতে চায়।
- যারা ইংরেজি গ্রামারের বেসিকস গুলো আবার নতুনভাবে শিখতে চায় ভালোভাবে শিক্ষকতা করার জন্য় কিংবা সাধারণভাবেই ইংরেজিতে ভালো করার জন্য।
- যারা বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায়।
- যারা ইংরেজি পরীক্ষায় আরও ভালো নম্বর পেতে চায়।
- You Can Also Learn Robi 10 min School – ২৪ ঘন্টায় কোরআন শিখি
কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
- Subject-verb agreement, practical uses of Nouns, Pronouns, Articles, Verbs, Adverbs, Adjectives, Gerunds, Tenses, Prepositions, Modals ইত্যাদি।
- Changing sentences into simple, complex, and compound forms, usage of modifiers, tag questions, changing voice, conditional sentences ইত্যাদি।
- আমাদের দৈনন্দিন জীবনে করা কমন কিছু গ্রামার- এর ভুল কীভাবে এড়ানো যায়।
- বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন পর্যন্ত, ইংরেজী গ্রামারে ভালো করতে যে টপিকগুলো প্রয়োজন।
এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?
- সূত্রের মতো গ্রামার নিয়মগুলি মুখস্থ করে নয় বরং এই কোর্সটিতে আপনাকে বাস্তব উদাহরণ এর মাধ্যমে ইংরেজি গ্রামার শেখানো হবে। আমাদের কোর্স ম্যাটারিয়ালস এর সাহায্যে আপনি গ্রামার- এর নিয়মগুলো মুখস্থ করা ছাড়াই বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে একদম সহজে শিখতে পারবেন।
- বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স গ্রামার পর্যন্ত, সবই আছে কোর্সটিতে।
- আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য রয়েছে ১০০টি ভিডিও, ১০০টি কুইজ এবং ১০০টি নোট, সাথে একটি অডিওবুক।
- You Can Also Learn Laravel 8 – Build Advance Ecommerce Project A-Z
কোর্স কন্টেন্ট
Class 01: Structure of a Sentence
Class 02: Tense
Class 03: Learn About “Countable & Non-Countable Nouns”
Class 04: Articles
Class 05: Learn About “Other, The Other & Another”
Class 06: Subject Verb Agreement
Class 07: Learn About “Gerunds!”
Class 08: Pronoun
Class 09: Learn About “Need”
Class 10: Questions
One Comment