সাশ্রয়ী দামের ৫জি আইফোন । আগামী বছর থেকে ৫জি-সক্ষমতার আইফোন বাজারে আনবে অ্যাপল। নিজেদের বাজেট সাশ্রয়ী মডেলকেও নতুন রূপ দেবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
** নয়া নামে ভারতে ফিরছে TikTok! থাকছে নানা চমক
জাপনি সংবাদমাধ্যম নিককেই এর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০২২ সালের প্রথমার্ধেই নিজেদের বাজেট সাশ্রয়ী মডেল আইফোন এসই –এর ৫জি সংস্করণ নিয়ে আসবে অ্যাপল। ওই ফোনে থাকবে এ১৫ চিপ। এ ছাড়াও ৫জি সক্ষমতার জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকমের এক্স৬০ মডেম চিপ।
আগামী বছর আর আইফোন মিনি’র কোনো আপডেটেড সংস্করণ আনবে না অ্যাপল। গ্রাহক জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হওয়ার কারণেই নির্মাতা প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে এসেছে নিককেই এর প্রতিবেদনে।

এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে অ্যাপলের কোনো মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
অন্যদিকে, কয়েকদিন আগে ব্লুমবার্গের মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন আইফোনে থাকতে পারে ‘অলওয়েজ-অন’ ডিসপ্লে। আইফোনের ২০২১ সালের মডেলে অ্যাপল ওয়াচের মতো ‘অলওয়েজ-অন’ ডিসপ্লে ছাড়াও ছোট স্ক্রিন নচ, এ১৫ চিপ, ১২০ হার্টজের রিফ্রেশ রেট এবং আরও উন্নত ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে।
Download Latest Software free
lkfglklv l;kf;lem ;lefokdmc