ইন্টারনেটের সর্বোচ্চ গতির রেকর্ড গড়লো জাপান । ইন্টারনেটের সর্বোচ্চ গতির আগের রেকর্ড ভেঙে নিজেদের নামে বিশ্ব রেকর্ড গড়লো জাপান। ৩১৯ টেরাবাইট পার সেকেন্ড (টিবিপিএস) ইন্টারনেট গতির প্রদর্শন এর নতুন এই বিশ্ব রেকর্ড করেছে দেশটি।
আরও পড়ুনঃ ক্লাউড উইন্ডোজ আনলো মাইক্রোসফট
এই বিষয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনেবলা হয়, জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির করা এক পরীক্ষায় ৩ হাজার ১ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবাইট (টিবিপিএস) গতির ইন্টারনেটের জন্য নতুন বিশ্ব রেকর্ড অর্জন করেছে। এর আগে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের রেকর্ড ছিল ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের। সেখানকার গবেষকরা ১৭৮ টিবিপিএস-এর রেকর্ড গড়েছিলেন।
ডাউনলোড করুনঃ Adobe Photoshop 2021
Pingback: ক্লাউড উইন্ডোজ আনলো মাইক্রোসফট | TechChtBD.COM